১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৬

রানার মোটরসাইকেলের দাম কমলো

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

দেশের মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান রানার তাদের বিভিন্ন মডেলের মোটরসাইকেলের দাম কমিয়েছে। মডেলভেদে ১০ হাজার টাকা থেকে ৮ হাজার ডিসকাউন্ট দেয়া হচ্ছে। রানার উইন্টার কার্নিভাল অফারের আওতায় হ্রাসকৃত মূল্যে এই কোম্পানির মোটরসাইকেল কিনতে পাওয়া যাবে।  রানার উইন্টার কার্নিভাল অফার  এ বছরের  ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এই ডিসকাউন্ট অফার রানারের নয়টি মোটরসাইকেলে দেয়া হয়েছে। এই অফার সারা দেশব্যাপী রানারের সকল অথোরাইজড শোরুম এবং ডিলারদের কাছে পাওয়া যাবে।

এই অফারের আওতায় রানার এডি ৮০ এস অ্যালয় হুইলের মোটরসাইকেলটি ১০ হাজার টাকা কমে এখন ৭৩ হাজার টাকা কমে কেনা যাবে। রানারের জনপ্রিয় বাইক এডি ৮০ এস ডিলাক্সেও ১০ হাজার টাকা ছাড় দেয়া হয়েছে। এই বাইকটির এখনকার মূল্য ৭৫ হাজার টাকা। রানার এফ ১০০০-৬এ এখন পাওয়া যাচ্ছে ৭৮ হাজার টাকায়। বাইকটির পূর্বের মূল্য ছিল ৮৮ হাজার টাকা।

চিতার বর্তমান দাম ৭৭ হাজার টাকা। এটাতেও ১০ হাজার টাকা কমানো হয়েছে। একই ভাবে ১০ হাজার টাকা কমে বুলেট এখন মিলছে ৯৫ হাজার টাকায়।  রয়েল প্লাসের এখনকার দাম ৯১ হাজার টাকা। এই বাইকটির আগের দাম ছিল ১ লাখ ১ হাজার টাকা। কাইট প্লাস ১০ হাজার টাকা কমে এখন দাঁড়িয়েছে ৮১ হাজার টাকায়। ১২৫ সিসির টার্বোর দাম ৮ হাজার টাকা কমে এখন বিক্রি হচ্ছে ১ লাখ ২২ হাজার টাকায়।

রানারের ফ্লাগশিপ মোটরসাইকেল নাইট রাইডারও ৮ হাজার ডিসকাউন্ট দেয়া হয়েছে। এখন বাইকটি পাওয়া যাচ্ছে ১ লাখ ৪৮ হাজার টাকা। রানার তাদের বাইকে মূল্যছাড় ছাড়াও উপহার হিসেবে দিচ্ছে স্টাইলিশ মটোলাইফ জ্যাকেট। রানারের সকল বাইক সহজ কিস্তি ও স্বল্প ডাউন পেমেন্টে কেনার সুযোগ আছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ২০, ২০১৭ ৪:০৭ অপরাহ্ণ