আন্তর্জাতিক ডেস্ক:
দীর্ঘ দিনের কাশ্মির বিরোধ প্রশ্নে ভারত যে নীতি অবলম্বন করেছে, যুক্তরাষ্ট্র সেটি অনুসরণ করছে। গতকাল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লে. জেনারেল (অব:) নাসির জানজুয়া এ কথা বলেছেন। জাতীয় নিরাপত্তা নীতিবিষয়ক একটি সেমিনারে জানজুয়া দুঃখ প্রকাশ করে বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান বিপুল মানবিক ও অর্থনৈতিক ত্যাগ স্বীকার করা সত্ত্বেও ইসলামাবাদ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বিশ্ব এখন পর্যন্ত তার জন্য কোনো সম্মান দেখায়নি। তিনি বলেন, বেলুচিস্তানের বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করে ‘পাকিস্তান দীর্ঘজীবী হোক’ স্লোগান দেয়ায় পাকিস্তানের শত্রুদের জঘন্য উচ্চাভিলাষ নস্যাৎ হয়ে গেছে।
লে. জেনারেল জানজুয়া বলেছেন, পাকিস্তানকে প্রচলিত যুদ্ধের হুমকি দিচ্ছে ভারত। আফগানিস্তানের রাজনৈতিক প্রক্রিয়ায় পাকিস্তানের চেয়ে ভারতকে অগ্রাধিকার দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের বিরোধিতা করছে। পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘আফগানিস্তানে তালেবান অনেক শক্তিশালী হয়ে উঠছে এবং পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে বিপুল মানবিক ও অর্থনৈতিক ক্ষতির শিকার হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র আফগানিস্তানে নিজেদের ব্যর্থতার জন্য পাকিস্তানকে দোষারোপ করছে। তিনি বলেন, পাকিস্তান যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সমর্থন দেয়ার সিদ্ধান্ত নেয়ার কারণে তাদের দেশে সন্ত্রাসবাদের উত্থান ঘটে।
পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, চীন ও রাশিয়ার বিরোধিতা করে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্য নস্যাৎ করছে। এর ফলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা চাপের মধ্যে রয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি