আন্তর্জাতিক ডেস্ক:
নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে আর্থিক লেনদেন করার দায়ে তুরস্কের একজন ব্যাংকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড জুরি বোর্ড বুধবার রায় ঘোষণা করবেন। অভিযুক্ত ব্যাংকার হলেন তুর্কিস লেন্ডার হল্কব্যাংক এর ডেপুটি চিফ এক্সিকিউটিভ মেহমেত হাকান আতিল্লা। গত তিন সপ্তাহ ধরে নিউইয়র্কের ম্যানহাটন আদালতে এই মামলার বিচারকাজ চলছে। খবর এএফপি’র।
তুরস্কের এই ব্যাংকারের বিরুদ্ধে ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ লঙ্ঘন, মানি লন্ডারিং ও ঘুষ অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় তুরস্কেও ব্যাংকারের বিরুদ্ধে সাক্ষী প্রদান করেছেন অভিযুক্ত মেহমতের সাবেক সহকর্মী রেজা জারব। রেজা তার বক্তব্যে গোল্ড ফর ওয়েল প্রকল্পের আওতায় অভিযুক্ত ওই ব্যাংকার বিলিয়ন ডলার পাচার করেছে বলে আদালতে জবানবন্দি প্রদান করেছেন।
রেজার বক্তব্য অনুযায়ী ঘটনার সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও একজন সাবেক মন্ত্রী জড়িত থাকার অভিযোগ রয়েছে। এতে ৪৭ বছর বয়সী মেহমেত মুখ্য ভূমিকা পালন করেছে। জারব ২০১৬ সালের মার্চে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে গ্রেপ্তার হয়। এএফপি।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

