১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:৩৩

সাংবাদিক-দম্পতির ওপর ট্রাক, স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিক-দম্পতির মাথার ওপর দিয়ে গেলো ট্রাক। এতে ঘটনাস্থলেই মারা যান সাংবাদিক আনোয়ারুল কবিরের স্ত্রী সেলিনা আক্তার (৪৫)। এসময় গুরুতর আহত হন কবির। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যশোরের শার্শা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
আনোয়ারুল কবির শার্শা দাখিল মাদরাসার সুপার ও দৈনিক সংগ্রাম পত্রিকার শার্শার প্রতিনিধি । শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, গ্রামের বাড়ি মণিরামপুর থেকে বেনাপোলের বাড়ি ফেরার পথে যশোর-বেনাপোল সড়কের শার্শা হাইস্কুলের সামনে পৌঁছালে যশোর থেকে বেনাপোলগামী একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলের পেছনে বসে থাকা সেলিনা আক্তার পড়ে যান। তার মাথার ওপর দিয়ে ট্রাকটি চলে যায়। ঘটনাস্থলেই মারা যান সেলিনা।
এই দুর্ঘটনায় সাংবাদিক আনোয়ারুল কবির গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় নাভারন হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানান ওসি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২০, ২০১৭ ১:২৬ অপরাহ্ণ