১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৫

চট্টগ্রামে ১২দফা দাবিতে সিএনজি ধর্মঘট চলছে

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাকে চার হাজার রেজিষ্ট্রেশন ও পুলিশী হয়রানী বন্ধসহ ১২দফা দাবিতে চট্টগ্রামে সিএনজি অটোরিকশায় ধর্মঘট চলছে। এতে করে দুর্ভোগে পড়েছে অটোরিকশা ব্যবহারকারী যাত্রীরা।

সকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে কোথাও অটোরিকশা চলাচল করতে দেখা যায়নি।

সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন, চট্টগ্রামের জন্য সিএনজি চালিত অটোরিকশা পরিচালনা সংক্রান্ত আলাদা নীতিমালা বা সার্ভিস রুলস প্রণয়ন করা, চার হাজার নতুন গাড়ির রেজিষ্ট্রেশন প্রদান, পার্কিং ব্যবস্থা, সহজ শর্তে চালকদেরকে লাইসেন্স প্রদান, মালিকের জমা ৬০০টাকা ও মান সম্মত মিটার প্রদান করার মাধ্যমে নগরীতে যাত্রী সেবা নিশ্চিত করতে হবে।

আমরা ১২ দফার দাবিতে এক বছর আগে পরিবহন ফেডারেশনের সঙ্গে ধর্মঘটের ডাক দিয়েছিলাম। সে সময় প্রশাসনের আশ্বাসে ধর্মঘট স্থগিত হকা হয়। কিন্তু আমাদের দাবি বাস্তবায়ন করেনি। প্রশাসনের এ ব্যর্থতার জন্য আজকে এ সবার্ত্মক ধর্মঘট পালন করা হচ্ছে। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেব বলেও জানান হারুনুর রশীদ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২০, ২০১৭ ১:৩২ অপরাহ্ণ