নিজস্ব প্রতিবেদক:
ফ্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগের সবচেয়ে বড় আসর আইপিএলের একাদশতম আসরের নিলাম ২৭ ও ২৮ জানুয়ারি। খবরটি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের একজন সিনিয়র কর্মকর্তা। আইপিএল নিলামের চূড়ান্ত দিনের কথা জানিয়ে তিনি বলেন, ‘সর্বাধিক খেলোয়াড় নিয়ে আইপিএলের নিলাম হতে যাচ্ছে এবার। মেগা নিলামটি বেঙালুরুতে হতে যাচ্ছে ২৭ ও ২৮ জানুয়ারি। ফ্র্যাঞ্চাইজিগুলোর পছন্দ অনুযায়ী প্রতিবারের মতো এবারও বেঙালুরুতেই হবে নিলাম।’
এবারও প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ৫জন করে পুরোনো খেলোয়াড় ধরে রাখতে পারবে। সেক্ষেত্রে ভারতীয় জাতীয় দলে খেলা সর্বোচ্চ তিনজন, জাতীয় দলের বাইরের দুজন এবং দুইজন করে বিদেশি খেলোয়াড় রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই তালিকা ৪ জানুয়ারির মধ্যে জমা দেবে। ১৮ জানুয়ারির মধ্যে পুলও চূড়ান্ত হয়ে যাবে। এ ছাড়া দলের জন্য সর্বোচ্চ খরচের অংকটা ৮০ কোটি রুপি করা হয়েছে। সূত্র-ক্রিকইনফো।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

