১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৪

ডিনস অ্যাওয়ার্ড’ পেয়েছে ইবি’র ৮ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ২০১০-২০১১ শিক্ষাবর্ষে বি এস সি সম্মান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৮ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার  ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের হল রুমে শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড দেওয়া হয়।

ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী মাহমুদ হাসান রনি ও সুপ্রিয়া সিংহ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শামসুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এম. এ সাত্তার হোসেন। এসময় পরিসংখ্যান বিভাগের শিক্ষক ও সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন উপস্থিত ছিল। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন

অনুষ্ঠানের প্রধান অতিথি ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী ডিনস আওয়ার্ড প্রাপ্তদের মাঝে ক্রেস্ট তুলে দেন। ডিনস প্রাপ্ত শিক্ষার্থীরা ২০১০-২০১১ শিক্ষাবর্ষের ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন বিভাগের মোঃ মোত্তালিব হোসেন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের রওনক জাহান, কম্পিউটার সায়েন্সএন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবরিনা ফৌরদৌস, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের খানজাহান আলী, বায়োটেকনালজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আরিফুল ইসলাম্, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের আকলিমা সুলতানা, গনিত বিভাগের মোজ্জামেল হোসেন ও পরিসংখ্যান বিভাগের মাহফুজুর রহমান। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিল।

অনুষ্ঠানের সভাপতি ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শামসুল আলম বলেন ‘‘যারা আওয়ার্ড পেয়েছ আর যারা পায়নি তোমরা সবাই মেধাবী। তোমরা দেশ পেরিয়ে বিদেশি শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে তোমাদের যোগ্যতার পরিচয় রেখ।’’

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ হারুন- উর- রশিদ আসকারী বলেন, ‘যে কোন রকম স্বীকৃতি মানুষকে অনেক আন্দোলিত করে। ভবিষৎত পথ চলার অনুপ্রেরনা হয়ে দাড়ায়।শিক্ষার্থীদের উৎসাহী করতে এরকম অনুষ্ঠান হওয়া খুব প্রয়োজন। খুব শিঘ্রই সেরা শিক্ষক, সেরা গবেষক বাচাই করে পুুরষ্কার দেওয়া হবে। এটার মূল উদ্দেশ্য হবে উৎসাহ দেওয়া।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২০, ২০১৭ ১২:০৫ অপরাহ্ণ