২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৪৪

অভাবে নবজাতক বিক্রি করে ক্লিনিকের টাকা শোধ!

নিজস্ব প্রতিবেদক:

একদিকে অভাব ও অন্যদিকে একাধিক কন্যা সন্তানের কারণে নবজাতককে মা-বাবা ছেড়ে যেতে হলো অন্যের ঘরে। নবজাতক শিশুকন্যাকে বিক্রি করে ক্লিনিকের পাওনা পরিশোধ করল খুলনার পাইকগাছার এক দম্পতি। গত ১২ ডিসেম্বর পাইকগাছা ফারিন হসপিটালে স্মরণখালী গ্রামের দিলিপ সরদারের স্ত্রী এক কন্যাসন্তানের জন্ম দেন।

ওই দম্পতি আরও তিনটি কন্যাসন্তান থাকায় নবজাতকের প্রতি চরম অবহেলা ও অযত্ন দেখা দেয়। এমনকি জন্মের পরেও নবজাতককে বুকের দুধও পর্যন্ত দেয়া হয়নি বলে জানা গেছে। বিষয়টি জানার পর পৌরসভার সরল গ্রামের লক্ষ্মণ সরদারের স্ত্রী কবিতা রাণী সরদার ১৩ ডিসেম্বর সকালে ওই হাসপাতালে গিয়ে খোঁজ-খবর নিয়ে শিশুটি নেয়ার জন্য আগ্রহ দেখায়।

এক পর্যায়ে শিশুর মা-বাবা ক্লিনিকের টাকা পরিশোধের দাবি করে। কবিতা রাণী ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে চার হাজার ২০০ টাকা পরিশোধ করে শিশু সন্তানটি নিয়ে যায়। জানতে চাইলে মঙ্গলবার দুপুরে শিশুর বাবা দীলিপ জানান, অভাবের কারণে শিশুটি বিক্রি করা হয়েছে। লক্ষ্মণ চন্দ্র সরদার জানান, তাদের কোনো সন্তান না থাকায় শিশুটিকে তার স্ত্রী কবিতা রাণী সরদার কিনেছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২০, ২০১৭ ১২:০২ অপরাহ্ণ