১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৭

ময়মনসিংহের নান্দাইলে ব্রিজ ভেঙে ট্রাক খাদে, আহত ৫

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মধুপুর বাজারের পশ্চিমে রাস্তার ওপরের বেইলি ব্রিজ ভেঙে কয়লাবোঝাই একটি ট্রাক খাদে পড়ে গেছে। এতে যানটির চালকসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। এ ঘটনার পর থেকে নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও ত্রিশালের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় শাহগঞ্জ থেকে মধুপুর বাজারগামী কয়লাবোঝাই ট্রাকটি বেইলি ব্রিজ অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শাহগঞ্জ থেকে মধুপুর বাজারগামী কয়লাবোঝাই ট্রাকটি বেইলি ব্রিজের উপরে উঠলে ব্রিজটি ভেঙে যায়। এটি ট্রাক খাদে পড়ে যায়। ট্রাকটি খাদে পড়লেও নিহতের কোনো ঘটনা ঘটেনি। তবে যানটির চালক ও তার সহকারীসহ মোট পাঁচজন আহত হয়েছেন। এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল কাদের জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান চালায়। ময়মনসিংহ থেকে ডুবুরি দল গিয়ে রাত আটটার দিকে অভিযানের সমাপ্তি ঘোষণা করে। এদিকে ব্রিজ ভেঙে পড়ায় খাদের দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ময়মনসিংহের নান্দাইল আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদিন খান তুহিন। সেখানে গিয়ে তিনি জানান, ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্রিজটি দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২০, ২০১৭ ৯:৪৭ পূর্বাহ্ণ