১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৭

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর ইউনিয়নের তাজপুর গ্রামের সাজ্জাদ আলীর ছেলে মো. আলী। সে মহেশপুর গ্রামে তার নানা আজাহারের বাড়িতে থাকতো। অপর শিশু শাহরিয়ার রহমান একই ইউনিয়নের মহেশপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বিকেলে মহেশপুর গ্রামের শাহীন মিয়ার বাড়ির বিদ্যুতের তার ছিড়ে টিনের ঘরের ওপর পড়ে ঘরটি বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় শিশু দু’টি খেলতে খেলতে ওই ঘরের বেড়া স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিজানুর রহমান জানান, বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে।

প্রকাশ :ডিসেম্বর ২০, ২০১৭ ৯:৪৩ পূর্বাহ্ণ