১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩০

অর্থনীতি সমিতির ২০তম দ্বিবার্ষিক সম্মেলন ২১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ অর্থনীতি সমিতির ২০তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর। এ সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানাতে আগামী মঙ্গলবার বাংলাদেশ অর্থনীতি সমিতি মিলনায়তনে (৪/সি, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন ২০তম দ্বিবার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবুল বারকাতসহ সম্মেলন প্রস্তুটি কমিটির সদস্যরা।

অর্থনীতি সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী । সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক রেহমান সোবহান।

 এ ছাড়া ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া ২৩ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিন চৌধুরী।

তিন দিনব্যাপী সম্মেলনের বৃহস্পতিবার সকাল ১০টায় উদ্বোধনী, ২৩ ডিসেম্বর বেলা ১২টায় সম্মেলনের সমাপনী অনুষ্ঠান এবং বারটি কর্ম অধিবেশনসহ সমিতির কার্যনির্বাহক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানীর কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ১৯, ২০১৭ ১১:১১ পূর্বাহ্ণ