২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৩

তুরস্কের প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন মঙ্গলবার

আন্তর্জাতিক ডেস্ক:

দু’দিনের সরকারি সফরে আগমীকাল মঙ্গলবার ঢাকায় আসছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনি এই সফরে আসছেন বলে শনিবার তুরস্কের প্রধানমন্ত্রীর দফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল। গত ২৫ আগস্ট রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে জাতিসংঘের হিসাবে, প্রায় সাড়ে ৬ লাখ সংখ্যলঘু মসিলিম প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

সফরকালে ইলদ্রিম কক্সবাজারে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করবেন এবং সেখানে তুরস্কের ত্রাণসংস্থাহুলোর কার্যক্রম দেখবেন। এর আগে তুরস্কের ফার্স্ট লেডি এমিলা এরদোয়ান ও পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভুফোগলু বাংলাদেশ সফর করেছেন।

সে সময়ে তারা রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের সঙ্গে তারা কথা বলেন এবং তাদের দেশত্যাগের কারণ, দুর্ভোগ, নির্যাতনের বর্ণনা ইত্যাদি শোনেন। রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশ সরকারের পাশে থাকার ঘোষণাও দিয়েছিলেন তারা। এবারের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিমের রোহিঙ্গা ইস্যুসহ অন্যান্য দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপাক্ষিক আলোচনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :ডিসেম্বর ১৮, ২০১৭ ১২:৩৩ অপরাহ্ণ