১২ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:২১

গফরগাঁওয়ে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ অভিযান চালিয়ে আড়াইশ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এর সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে একজনকে এবং পরোয়ানাভুক্ত আরও দুইজনকে গ্রেপ্তার করেছে। সোমবার ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ জানান, অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ২৫০ গ্রাম গাঁজাসহ একজন আসামি এবং নিয়মিত মামলার দুইজন আসামিকে গ্রেপ্তার করে সোমবার ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ১৮, ২০১৭ ১২:১৫ অপরাহ্ণ