১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২১

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক:

ঘন কুয়াশার কারণে দীর্ঘ সাত ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। সোমবার (১৮ ডিসেম্বর) ভোর ৫টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে রবিবার রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় নদীর উভয় পারে ছয় শতাধিক গাড়ির তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক সফিকুল ইসলাম জানান, রাত ৯টা থেকে নৌ-রুট এলাকায় ঘন কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। রাত ১০টার দিকে ফেরি মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। পরে ভোর ৫টার দিকে নদী এলাকায় কুয়াশা কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এ সময় মাঝ নদীতে আটকে থাকা পাঁচটি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে ঘাট পন্টুন এলাকায় আসে।

তবে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে পার হওয়ার জন্য অপেক্ষমাণ রয়েছে পাঁচ শতাধিক যানবাহন। এর মধ্যে নৈশ কোচই অর্ধেক। এসব বাসের যাত্রীরা বাসে বসে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। উত্তরের হিম শীতল বাতাস নদী পারে আরও বেগবান হওয়ায় যাত্রীরা বাসের বাইরে যেতে পারছে না।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :ডিসেম্বর ১৮, ২০১৭ ১০:৩৪ পূর্বাহ্ণ