২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৩০

এবার জেরুজালেমে দূতাবাস খোলার ঘোষণা এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক:

এবার ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোগান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিয়ে সেখানে মার্কিন দূতাবাস সরিয়ে নেবার কথা বলার পর এমন ঘোষণা দিলেন এরদোগান। ট্রাম্পের ওই সিদ্ধান্ত ঘোষণার পর তার কড়া নিন্দা করেছিলেন এরদোগান। অন্যান্য দেশ থেকেও এর নিন্দা করা হয়।
ইসরায়েল বর্তমানে জেরুজালেম শহরের পুরোটাই নিয়ন্ত্রণ করে, এবং একে তারা ইসরায়েলের অবিভাজ্য রাজধানী হিসেবে গণ্য করে। জেরুজাালেমে ইতিমধ্যেই তুরস্কের একটি কনস্যুলেট রয়েছে- একথাও মনে করিয়ে দেন তুরস্কের নেতা। গত সপ্তাহে মুসলিম দেশগুলোর একটি শীর্ষ বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয় যেন তারা পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১৮, ২০১৭ ১০:৩১ পূর্বাহ্ণ