নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানতে বর্ণাঢ্য বিজয় র্যালী করেছে বিএনপি।র্যালী উদ্ধোধন করতে গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে মামলা দিয়ে কারাবন্দি করা হয়েছে। তাদের কারাগার থেকে বের করে আনতে হবে। কারাগার ভেঙ্গে গণতন্ত্র মুক্ত করতে হবে। রবিবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালী শুরু করে বিজয়নগর নাইটেঙ্গেল মোড়, কাকরাইল ও শানিতনগর হয়ে মালিবাগ মোড়ে গিয়ে এ র্যালী শেষ হয়।
বিএনপির পূর্বঘোষিত বিজয় র্যালিতে অংশ নিতে দুপুর ১টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে রঙ-বেরঙের পোশাক পরে দলে দলে স্লোগান দিয়ে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নয়াপল্টন কেন্ত্রীয় কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হতে থাকে। বিশেষ করে মহিলা দলের নেতাকর্মীরা যায় লাল পাড়ের সবুজ শাড়ি পরে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে র্যালির সামনে ও পেছনে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
বিকেল ৩টা ৫ মিনিটে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য বিজয় র্যালি শুরু হয়। আর র্যালীর পেছনের অংশ মালিবাগ মোড়ে পৌছে বিকেল সাড়ে ৪টায়। র্যালীতে অংশ নেয়া নেতাকর্মীরা স্লোগাণে স্লোগাণে মুখরিত করে তুলেন ওই এলাকা।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে র্যালীতে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বও চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভুইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।
দৈনিক দেশজনতা /এন আর