১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৫

নারী পোশাক শ্রমিকসহ ২ জনকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়ায় এক নারীসহ দুই জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো ও লালপাহাড় একটি জঙ্গল থেকে তাদের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জেরে সকালে আশুলিয়ার জিরাবো এলাকায় নিজ ভাড়া বাড়িতে স্ত্রী পোশাক শ্রমিক মর্জিনা বেগমকে (৩০) পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে স্বামী সিদ্দিক মিয়া। পরে প্রতিবেশীরা তার লাশ দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত পোশাক শ্রমিক মর্জিনার স্বামী সিদ্দিক মিয়াকে আটক করেছে পুলিশ।
অন্যদিকে আশুলিয়ার লালপাহাড় জঙ্গলে অজ্ঞাত (২২) এক যুবককে পিটিয়ে হত্যা করে লাশ জঙ্গলে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তার লাশ দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এক দিনে দুই খুনের ঘটনা স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ আশুলিয়ায় প্রতিনিয়ত খুন হচ্ছে, খুনের আসামিদের না ধরায় এরকম ঘটনা প্রায়ই ঘটছে। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ওই নারীর হত্যা কারীকে আটক করা হয়েছে ও অজ্ঞাত যুবককে কে বা কারা হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১৭, ২০১৭ ১০:২৬ পূর্বাহ্ণ