আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের পবিত্র ভূমি জেরুজালেমকে একতরফাভাবে ইসরাইলের রাজধানী ঘোষণা দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘আন্তর্জাতিক ভাড়াটে গুণ্ডা’ হিসেবে আখ্যায়িত করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ। শুক্রবার ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে কুয়ালালামপুরে মার্কিন দূতাবাসের সামনে এক বিক্ষোভে অংশ নিয়ে ৯৩ বছর বয়সী মাহাথির এ কথা বলেন। এসময় ট্রাম্পকে ‘ভিলেন’ হিসেবেও আখ্যা দেন তিনি। খবর রয়টার্সের।
সমাবেশ তিনি মাহাথির মুহাম্মদ প্রশ্ন তোলেন, ট্রাম্পের এ সিদ্ধান্তকে কেন সন্ত্রাসবাদ বলা হবে না? মাহাথির বলেন, আমরা আন্তর্জাতিক ভাড়াটে মস্তানকে দেখছি। ট্রাম্প, নিজের মতো কাউকে খুঁজে নিন। জেরুজালেম ইস্যুতে কিছু করলে মুসলিমরা ফুঁসে উঠবে। মাহাথির আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট খেতাবধারী এই ভিলেনকে ঠেকাতে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব। এছাড়া মুসলিম দেশগুলোকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নেরও আহ্বান জানান তিনি।
দৈনিকদেশজনতা/ আই সি