২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:০০

শারজায় রাতে মাঠে নামছে সাকিব-তামিমের দল

স্পোর্টস ডেস্ক:

টি-টেন লিগে আজ রয়েছে মোট চারটি ম্যাচ। চারটিই প্লে-অফ ম্যাচ। আজই ঠিক হয়ে যাবে কোন চারটি দল সেমিফাইনাল খেলবে। প্রথম প্লে-অফে বেঙ্গল টাইগার্সের মুখোমুখি হবে তামিম ইকবাল-শহীদ আফ্রিদিদের দল পাখতুনস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।

সাকিব আল হাসানের দল কেরালা কিংসের ম্যাচ রাত সোয়া আটটায়। টিম শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। রাত সাড়ে দশটায় পাঞ্জাবি লেজেন্ডসের মুখোমুখি হবে মারাঠা অ্যারাবিয়ান্স। এই তিনটি ম্যাচ শেষে যারা পয়েন্ট টেবিলে সেরা চারে থাকবে তারা সেমিফাইনালে খেলবে। আর নিচের দুইটি দল আজ রাত বারোটায় পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে।

গতকালই টি-টেন ক্রিকেটে তামিম ইকবালের অভিষেক হয়। অভিষেক ম্যাচে তিনি ২৭ বল খেলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। এই রান করার পথে তিনি পাঁচটি চার ও চারটি ছক্কা হাঁকান।

অন্যদিকে, সাকিব আল হাসান টি-টেন টুর্নামেন্টে ইতোমধ্যে দুইটি ম্যাচ খেলেছেন। প্রথম ম্যাচে তিনি ব্যাট করতে নামার সুযোগ পাননি। তবে, এক ওভার বল করে পাঁচ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। আর দ্বিতীয় ম্যাচে তিনি ব্যাটিংয়ে নেমে সাত রান করেন। আর এক ওভার বল করে ১৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ১৬, ২০১৭ ৬:২৩ অপরাহ্ণ