১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০০

শ্রদ্ধা জানাতে আসা ছাত্রদল নেতাদের পেটাল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক:

বিজয় দিবসে উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মিনারের ফুল দিতে আসার সময় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের একাংশের বিরুদ্ধে । এসময় তাদের সঙ্গে আনা পুষ্পস্তবকও ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। শনিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চবি শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইমতিয়াজ ইকরাম ও প্রচার সম্পাদক মঈনউদ্দিন আহত হয়েছেন।

মারধরকারী ছাত্রলীগ নেতা কর্মীরা চবি ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন টিপু এবং চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিজয় দিবসে উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্র সংগঠনের মতো ফুল দিতে আসেন ছাত্রদল কয়েকজন নেতা-কর্মী। এসময় ছাত্রলীগ কর্মীরা ছাত্রদলের পুষ্পস্তবক কেড়ে নিয়ে ভেঙে ফেলে এবং তাদের কয়েকজনকে ধাওয়া করে মারধর করা হয়। এসময় রাস্তায় ছাত্রদলের ভাঙা পুষ্পস্তবক পড়ে থাকতে দেখা যায়। পরে দায়িত্বে থাকা পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে চবি শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম বলেন, আমরা বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক নিয়ে শহীদ মিনারে গিয়েছিলাম। কারণ এটি সার্বজনীন বিষয়। সেখানে ছাত্রলীগের কয়েকজন হামলা করে এবং আমাদের নেওয়া পুষ্পস্তবক পদদলিত করে। তারা (ছাত্রলীগ) কেমন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী? যে বিজয় দিবসের ফুল পর্যন্ত ভেঙে ফেলে। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, সামন্য হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি শান্ত করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ১৬, ২০১৭ ২:৩৪ অপরাহ্ণ