বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
ব্লুমবার্গের রিপোর্টে বলা হয় স্যামসাং-এর স্মার্ট স্পিকারে বিক্সবি ব্যবহার করা যাবে। বিক্সবি স্যামসাং-এর তৈরি করা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা কৃত্রিম সহযোগী প্রোগ্রাম। বাটন টেপার পরিবর্তে বিক্সবি মৌখিক নির্দেশনা শুনে বিভিন্ন কাজ সম্পাদন করতে পারে। স্মার্ট স্পিকারটি ব্যবহার করে ঘরের বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করা যাবে। স্মার্ট টেকনোলজি ব্যবহার করে তৈরি স্যামসাং-এর বিভিন্ন পণ্যের কেন্দ্র বা হাব হিসেবে ব্যবহার করার উপযোগী করে বানানো হয়েছে স্পিকারটি।
গ্যালাক্সি ফোনসহ স্যামসাং-এর সব ধরনের পণ্য এই স্মার্ট স্পিকারের সাথে ব্যবহার করা যাবে। তবে মৌখিক নির্দেশনা অনুযায়ী ইন্টারনেটে কোনো কিছু খুঁজতে সক্ষম করতে স্মার্ট স্পিকারটিকে আরও উন্নত করার কাজ চলছে। স্যামসাং জানিয়েছে এখন থেকে তারা তাদের ফ্রিজ, টিভিসহ সবগুলো পণ্যে বিক্সবি ব্যবহার করবে। স্যামসাং-এর প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে স্মার্ট স্পিকার বাজারে ছেড়েছে। অ্যাপলের স্মার্ট স্পিকার হোমপড, গুগলের পণ্য গুগল হোম ও অ্যামাজন-এর ইকো ঘরের বিভিন্ন যন্ত্রের সাথে ব্যবহার করা যায়।
অন্যান্য কোম্পানির স্মার্ট স্পিকারগুলো পৃথিবীজুড়ে এখনও তেমন জনপ্রিয় নয়। এ কারণে স্মার্ট স্পিকার বিক্রির প্রতিযোগিতায় পিছিয়ে পড়লেও স্যামসাং-এর আন্তর্জাতিক বাজারে জনপ্রিয়তা লাভ করতে পারে।
দৈনিকদেশজনতা/ আই সি