১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:২৭

স্মিথের ব্যাটে অস্ট্রেলিয়ার জবাব

স্পোর্টস ডেস্ক:

অভিষেক সেঞ্চুরিতে পার্থের ওয়াকা স্টেডিয়ামের শেষ টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছির সফরকারী ইংল্যান্ড। দ্বিতীয় দিন সেঞ্চুরি করেন বেয়ারস্টো। দুই সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪০৩ রান সংগ্রহ করে জো রুটের ইংল্যান্ড।

পরে ব্যাটিংয়ে নেমে ৫৫ রানে দুই উইকেট হারালেও দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ২০৩ রান তুলে দিন পার করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ ৯২ রানে অপরাজিত ছিলেন। শনিবার টেস্টের তৃতীয় দিনে সেটাকে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন অজি অধিনায়ক। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মিশেল মার্শ। এই রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩৮৭ রান। স্টিভেন স্মিথ ১৭৩ রানে এবং ৭৬ রান নিয়ে ব্যাট করছেন মিশেল মার্শ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১৬, ২০১৭ ১২:৪০ অপরাহ্ণ