আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তের কাছাকাছি ইসরায়েলি সৈন্যদের সঙ্গে সংঘর্ষে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির প্রতিবাদে শুক্রবার গাজায় এবং পশ্চিম তীরে ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। বিবিসির সংবাদ। পশ্চিম তীরে একজন ইসরায়েলি পুলিশকে এক ফিলিস্তিনি ছুরিকাঘাত করা হলে তাকে গুলি করে হত্যা করা হয়।
শুক্রবার জুমআর নামাজের শেষে গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি বিক্ষোভকারীরা ইসরায়েলি সেনাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বিক্ষোভকারীরা ইসরাইলি সেনাদের প্রতি পাথর নিক্ষেপ করে ও টায়ার আগুন ধরিয়ে দেয়। তখন ইসরাইলি সেনারা তাদের প্রতি গুলি চালালে দুই ফিলিস্তিনি নিহত হন। ফিলিস্তিনি হাসপাতাল সূত্রে জানা গেছে, গাজার উত্তর ও দক্ষিণ সীমান্তে এ দুইজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়। তবে ইসরাইলি ডিফেন্স ফোর্স জানিয়েছে, তারা ঘটনার তদন্ত করছে। ৬ ডিসেম্বর জেরুজালেম নিয়ে ট্রাম্পের বিতর্কিত ঘোষণায় বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলা এখন পর্যন্ত ৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনিরা জেরুজালেমকে তাদের ভবিষ্যত রাষ্ট্রের রাজধানী হিসেবেই দেখে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

