১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২১

নওগাঁয় যুবককে কুপিয়ে হত্যা

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ শহরের বাঙ্গাবাড়ীয়া মহল্লায় নয়ন হোসেন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নয়ন হোসেন শহরের বাঙ্গাবাড়ীয়া মহল্লার আমির হোসেনের ছেলে। নওগাঁ সদর থানার ওসি তোরিকুল ইসলাম জানান, ভোর সাড়ে ৪টার দিকে ওই মহল্লার কায়কোবাদ নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। একই এলাকার বাসিন্দা নয়ন মোবাইল ফোনে মোটরসাইকেল চুরির বিষয়টি জানতে পেরে ওই মহল্লার নৈশপ্রহরী জাহাঙ্গীরকে বিষয়টি জানাতে যায়। এ সময় মোটরসাইকেল নিয়ে যাওয়া ৩/৪ জনকে দেখতে পেয়ে কাছে গিয়ে থামাতে বললে দু’জনকেই অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তিনি আরো জানান, আহত অবস্থায় তাদেরকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। আর নৈশপ্রহরী জাহাঙ্গীরের চিকিৎসা চলছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :ডিসেম্বর ১৬, ২০১৭ ১০:৩৮ পূর্বাহ্ণ