১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২০

‘বন্দুকযুদ্ধে রাজু বাহিনীর প্রধান’ নিহত

নিজস্ব প্রতিবেদক:

খুলনার টুটপাড়ার খ্রিস্টানপাড়া এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাতদল রাজু বাহিনীর প্রধান’ মুন্সী রাজু নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধারের দাবিও করেছে পুলিশ।গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন ‘বন্দুকযুদ্ধে’র সময় রাজু তাঁর সহযোগীদের গুলিতেই নিহত হয়েছে। তিনি জানান, মুন্সী রাজুর বিরুদ্ধে ডাকাতি, ধর্ষণ, খুনসহ একাধিক মামলা রয়েছে।

ওসি এস এম মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খ্রিস্টানপাড়া এলাকায় রাজু বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজু বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। তখন পুলিশও পাল্টা গুলি করে। প্রায় আধাঘণ্টা গোলাগুলির পর ডাকাতদল পিছু হটে।

ওসি আরো জানান, গোলাগুলি শেষে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় মুন্সী রাজুকে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলি, রাম দাসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।

 

দৈনিক দেশজনতা/এমএইচ  /সময়: ১০: ৫৫

প্রকাশ :মে ২০, ২০১৭ ১০:৫৬ পূর্বাহ্ণ