১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২০

১৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে ১৬ ভুয়া ডিবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ মে) রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে চারটি গাড়ি, পিস্তল, গোলাবারুদ, ওয়ারলেস, জ্যাকেটসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ডিএমপির মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে শনিবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

দৈনিক দেশজনতা/এমএইচ  /সময়: ১০:৪০

প্রকাশ :মে ২০, ২০১৭ ১০:৪৬ পূর্বাহ্ণ