১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২২

সতর্ক হয়ে কথা বলার অঙ্গীকার তামিমের

স্পোর্টস ডেস্ক:

ভবিষ্যতে আরও সতর্ক হয়ে কথা বলার অঙ্গীকার করেছেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল। বৃহস্পতিবার দুপুরে বিসিবিতে এক শুনানি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিপিএল চলাকালীন মিরপুরের উইকেট নিয়ে সংবাদমাধ্যমের সামনে উইকেটকে ‘জঘন্য’ বলে মন্তব্য করায় বিসিবির শুনানিতে মুখোমুখি হতে হয় তামিম ইকবালকে। শুনানি শেষে তিনি বলেন, কমিটি আমার ব্যাখ্যা ভালোভাবে নিয়েছে। ভবিষ্যতে আরও সতর্ক হয়ে কথা বলব।
শারজায় ক্রিকেটের নবতর সংস্করণ টি-১০ লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সাকিব কেরালা কিংস ও তামিম পাখতুনসের হয়ে খেলবেন। এ জন্য সাকিব বুধবার সকালে আরব আমিরাতে উড়ে গেছেন। কিন্তু উইকেট নিয়ে মন্তব্যে ব্যাখ্যা দেয়ার জন্য বিসিবি তলব করায় বাঁহাতি ব্যাটসম্যান তামিম যেতে পারেননি। তাকে এনওসি (অনাপত্তি পত্র) দেয়া হয়েছে বৃহস্পতিবার থেকে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১৪, ২০১৭ ৩:৪২ অপরাহ্ণ