১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০৫

বিসিবিতে চলছে তামিমের শুনানি

স্পোর্টস ডেস্ক:

বিপিএল চলাকালীন মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করায় বিসিবির শুনানিতে মুখোমুখি হয়েছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ শুনানি শুরু হয়। বিপিএল চলাকালে সংবাদমাধ্যমের সামনে উইকেটকে ‘জঘন্য’ বলে মন্তব্য করার অভিযোগে বাঁহাতি এ ওপেনারকে জবাবদিহি করতে হচ্ছে।
উল্লেখ্য, শারজায় ক্রিকেটের নবতর সংস্করণ টি-১০ লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সাকিব কেরালা কিংস ও তামিম পাখতুনসের হয়ে খেলবেন। এ জন্য সাকিব বুধবার সকালে আরব আমিরাতে উড়ে গেছেন। কিন্তু উইকেট নিয়ে মন্তব্যে ব্যাখ্যা দেয়ার জন্য বিসিবি তলব করায় তামিম যেতে পারেননি। তাকে এনওসি (অনাপত্তি পত্র) দেয়া হয়েছে বৃহস্পতিবার থেকে।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :ডিসেম্বর ১৪, ২০১৭ ৩:০৯ অপরাহ্ণ