স্পোর্টস ডেস্ক:
ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এই তালিকায় তিনি পিছনে ফেলেছেন ক্যারিয়ারের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে। ক্লাব বিশ্বকাপে সর্বমোট ৬ গোল করে রোনালদো মেসিকে পিছনে ফেলেছেন।
গত সপ্তাহে মেসিকে পরাজিত করে পঞ্চমবারের মত ব্যালন ডি’অর খেতাব জয় করেন রোনালদো। ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটানোর স্বীকৃতি স্বরূপই রোনালদো বিশ্বসেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেন। এর আগে জিতেছেন ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও। বুধবার তার গোলেই ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক আল জাজিরার বিপক্ষে এক গোলে পিছিয়ে থাকার পরে সমতায় ফেরে রিয়াল। পাঁচ গোল করে ক্লাব বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মেসি, লুইস সুয়ারেজ, সিজার ডেলগাডো। এর আগে চলতি মাসের শুরুতে প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচে গোল করার কৃতিত্ব দেখিয়েছিলেন রোনালদো।
দৈনিকদেশজনতা/ আই সি