১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৮

বাবলার মেয়র নির্বাচনের ‘শেষ বাধাও’ কাটল

নিজস্ব প্রতিবেদক:

ঋণ খেলাপির অভিযোগে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার  মনোনয়ন বাতিল চেয়ে সোনালী ব্যাংকের রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন।

গত ৩০ নভেম্বর সোনালী ব্যাংকের আবেদন খারিজ করে দেয় নির্বাচন কর্তৃপক্ষ। এরপর গত মঙ্গলবার এ আদেশের বিরুদ্ধে রিট আবেদন করে সোনালী ব্যাংক। বিএনপির মেয়র প্রার্থী বাবলা আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ঢাকাটাইমসকে বলেন, রিটটি আউট অব লিস্ট করে দিয়েছে। কোনো রুল বা স্টে দেয়নি। অন্য আদালতে যাওয়ার সুযোগ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখন আর সে সময় নেই। আগামী ২১ তারিখ নির্বাচন।

গত ২৬ নভেম্বর যাচাই-বাছাইয়ের  শেষ  দিনে  সাত  মেয়র প্রার্থীর  মধ্যে কাওসার  জামান বাবলার মনোনয়ন বৈধ  ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু  ২৭  নভেম্বর  খেলাপি ঋণের কারণ দেখিয়ে কাওসার জামান বাবলার মনোনয়নপত্র  বাতিলের আবেদন করেন সোনালী ব্যাংকের ঢাকার বৈদেশিক বাণিজ্যিক করপোরেট  শাখার  সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ ইয়াসিন। পরে নির্বাচন কমিশন সেই আবেদন খারিজ করে দেয়।

আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রার্থীরা হলেন-আওয়ামী  লীগের  সরফুদ্দীন  আহমেদ  ঝন্টু,  বিএনপির  কাওসার  জামান  বাবলা,  জাতীয়  পার্টির  মোস্তাফিজার  রহমান  মোস্তফা,  ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা বাবু, বাসদের আবদুল কুদ্দুস, ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আখতার ও স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হোসেন মকবুল শাহরিয়ার আসিফ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ১৪, ২০১৭ ২:৫৮ অপরাহ্ণ