১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৩

ময়মনসিংহে হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-১৪ এর একটি টিম। গতকাল বুধবার বিকালে এই অভিযান পরিচালনা করা হয়। আটক সাদ্দাম হোসেন আকাশ ময়মনসিংহ কোতয়ালী থানা এলাকার সানকিপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের পুত্র।

অভিযান পরিচালনাকারী র‌্যাব- ১৪ এর এএসপি মো. হাফিজুল ইসলাম বাবু জানান, ঈশ্বরগঞ্জের খালবলা বাজারের সামনে রাস্তা সংলগ্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। এই ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ১৪, ২০১৭ ২:৫৫ অপরাহ্ণ