২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১১

রাবির দ্বিতীয় মেধা তালিকা থেকে ভর্তি শুরু

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করেছে ৭টি ইউনিট। গত ৩ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত প্রথম দফা ভর্তি শেষ হওয়ার পর ইউনিটগুলো পৃথক পৃথক তারিখে ভর্তি শুরু ও শেষের সময়সীমা নির্ধারণ করেছে। বিভিন্ন অনুষদ অফিস সূত্র জানায়, ‘এ’ ইউনিটভুক্ত ইংরেজি বিভাগ ছাড়া অন্য ১০টি বিভাগের জন্য দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। ইংরেজি বিভাগের জন্যও পৃথকভাবে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হয়েছে। ১৩ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ওই তালিকাভুক্ত শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। ‘বি’ ইউনিটে প্রকাশিত দ্বিতীয় মেধা তালিকা থেকে ভর্তি চলবে ১২ থেকে ১৮ ডিসেম্বর। আসন শূন্য থাকাসাপেক্ষে তৃতীয় মেধা তালিকাভুক্তরা ১৯ ও ২০ ডিসেম্বর ভর্তি হতে পারবে। এদিকে মঙ্গলবার বিকেলে বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। ১৭ ডিসেম্বর পর্যন্ত তৃতীয় দফার ভর্তি কাজ চলবে। এরপর আসন শূন্য থাকাসাপেক্ষে ১৮ ডিসেম্বর চতুর্থ মেধা তালিকা প্রকাশ করা হবে।
ভর্তির জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.ru.ac.bd তে গিয়ে অনলাইনে ফরম পূরণ করতে হবে। পূরণকৃত ফরমের দুই কপি প্রিন্ট করে শিক্ষার্থীকে নির্ধারিত স্থানে স্ব-হস্তে স্বাক্ষর করতে হবে। পরে এ-ফোর সাইজের খামে পূরণকৃত ভর্তি ফরমের সঙ্গে এসএসসি ও এইচএসসি’র মূল মার্কশিট, এসএসসি’র মূল সার্টিফিকেট, এইচএসসি’র মূল রেজিস্ট্রেশন কার্ড ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংযুক্ত করে স্ব-স্ব অনুষদ অফিসে জমা দিতে হবে। ভর্তি ফরমে তথ্যের কোনো ধরনের অসংগতি থাকলে এবং নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে ব্যর্থ হলে ওই শিক্ষার্থীর মেধাক্রম বাতিল বলে গণ্য হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১৩, ২০১৭ ৩:২৭ অপরাহ্ণ