নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জেফ্রি ফেল্টম্যান বলেছেন, বাংলাদেশ-মিয়ানমারে মধ্যকার সম্পাদিত চুক্তিই শুধু রোহিঙ্গা সংকট নিরসনে স্থায়ী সমাধান নয়। এ সংকট নিরসনে ব্যাপকভিত্তিক ও স্থায়ী সমাধান জরুরি। যে ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক আইন অনুসারে শরনার্থী রোহিঙ্গারা নিরাপদে, স্বইচ্ছায় ও সম্মানজনকভাবে তাদের নিজ দেশে ফিরে যেতে পারবে। মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে নিরাপত্তা পরিষদে জাতিসংঘ মহাসচিবের পক্ষে দেয়া এক বিবৃতিতে এসব কথা জানান তিনি।
উল্লেখ্য গত ৬ নভেম্বর নিরাপত্তা পরিষদ মিয়ানমার পরিস্থিতির উপর সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্সিয়াল স্টেটমেন্ট গ্রহণ করে যেখানে জাতিসংঘ মহাসচিবকে স্টেটমেন্ট গ্রহণের ৩০ দিন পর নিরাপত্তা পরিষদে বিবৃতি প্রদানের অনুরোধ জানানো হয়। সে অনুযায়ী মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের পক্ষে জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জেফ্রি ফেল্টম্যান মিয়ানমার পরিস্থিতির উপর নিরাপত্তা পরিষদে বিবৃতি প্রদান করলেন। পরিস্থিতি মোকাবেলায় মিয়ানমারকে জাতিসংঘের ‘দক্ষতার সম্পদ’ গ্রহন করার আহ্বান জানান ফেল্টম্যান ।
তিনি আরো বলেন, রোহিঙ্গা সংকটের মূল সমাধান মিয়ানমারে নিহীত। জননিরাপত্তার জন্য জবাবদিহীতা নিশ্চিত করা এবং বৈষম্যহীন আইনের শাসন প্রতিষ্ঠা ব্যাতিরেকে প্রত্যাবাসন ও মীমাংসার নীতি অকার্যকর হতে বাধ্য। তিনি রাখাইন প্রদেশে ভীতি দুর করতে এবং রোহিঙ্গা কমিউনিটিতে পারস্পরিক অনাস্থা দূর করতে করতে কার্যকর পদক্ষেপ নেবার প্রতি জোর আরোপ করেন।
দৈনিক দেশজনতা /এমএইচ