২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৩

ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতায় মার্কিন সংস্কৃতিকর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক:

জেরুজালেমকে ইসরাইলি রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধিতা করেছেন দেশটির সংস্কৃতিকর্মীরা।
ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানে পাঠানো এক চিঠিতে তারা বিরোধিতা করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলি এজেন্ডা বাস্তবায়ন করে নিজেদের শহর থেকে ফিলিস্তিনিদের রাজনৈতিক ও সংস্কৃতিগতভাবে উৎপাটন করার চেষ্টা করছেন।
তারা মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্ত র্বণবাদী। তারা ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের আচরণেরও নিন্দা জানান। সংস্কৃতিকর্মীদের তালিকায় লেখক, শিল্পী এবং অভিনেতা ও অভিনেত্রীরা আছেন।
চিঠিতে স্বাক্ষর করেছেন, টিল্ডা সুইনটন, মার্ক রুফালো, রগার ওয়াটারস, পিটার গ্যাব্রিয়েল, ক্যারিল চার্চিল, মাইক লেইগ, ম্যাক্সিন পিয়েক, জুলি ক্রিস্টিসহ অনেকে।

প্রকাশ :ডিসেম্বর ১৩, ২০১৭ ১১:১৯ পূর্বাহ্ণ