২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৬

লাগেজ কেটে চুরি: বিমানের ৬ কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
বিমানের যাত্রীর লাগেজ কেটে চুরির অভিযোগে বাংলাদেশ বিমানের ছয় কর্মীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ।

বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- শামীম হাওলাদার, আজাদ, লাভলু, মনির হোসেন, নজরুল ইসলাম, আমিরুল। তারা বিমানবন্দরে ক্যাজুয়াল কর্মী (ট্রাফিক হেলপার) হিসেবে কর্মরত।

এয়ারপোর্ট আমর্ড পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে মালয়েশিয়া থেকে একটি ফ্লাইট (এমএইচ-১৯৬) ঢাকায় পৌঁছে। এরপর বিমানের কার্গো হোল্ডিং থেকে যাত্রীদের লাগেজ খালাসের কাজ করছিলেন বিমানের ট্রাফিক হেল্পাররা। এ সময় এক যাত্রীর লাগেজ কেটে মালয়েশিয় মুদ্রা ও বাংলাদেশি টাকা নিয়ে নেয় তারা। পরে তাদের গতিবিধি সন্দেহজনক হলে তাদের আটক করে তল্লাশি চালিয়ে ৯০০ মালয়েশিয়ান রিংগিত ও ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করে ওই ছয়জনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে।
দৈনিক দেশজনতা/ এন আর
প্রকাশ :মে ১৯, ২০১৭ ৮:৫৪ অপরাহ্ণ