নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জ সদর উপজেলার ১১৯টি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরিক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় বিভিন্ন ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. মুস্তাফিজুর রহমান, মো. কামরুল, মো. রফিকুল, মো. কাজেম, মো. শাখাওয়াত, মো. রহিম, মো.রতন ও মো. রিয়াজ। আটকরা হরগঙ্গা কলেজের বিভিন্ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আটকদের ব্যবহৃত মোবাইল ফোন পর্যবেক্ষণ করে প্রশ্নপত্রের নমুনা এবং বিতরণের প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, মঙ্গলবার (১২ ডিসেম্বর) মুন্সীগঞ্জ সদর উপজেলার সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কারণে প্রথম দিনের পরীক্ষা স্থগিত করা হয়। সোমবার রাতে বাংলা প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলে বাংলা পরীক্ষা স্থগিত করার নির্দেশ দেন জেলা প্রশাসক।
তবে পরবর্তী পরীক্ষাগুলো যথা সময়েই নেয়া হবে এবং বাংলা পরীক্ষার পরবর্তী তারিখ নির্ধারণ করে জানিয়ে দেয়া হবে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা।
দৈনিক দেশজনতা/এন এইচ