১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৬

মগবাজারে কয়েল ধরাতে গিয়ে বিস্ফোরণ দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মগবাজার দিলু রোডের একটি সেলুনে বিস্ফোরণে ৩ কর্মচারী দগ্ধ হয়েছে। দগ্ধ কর্মচারীরা হলেন- সোহেল (২৬), সৈকত (৩২) ও নয়ন (২৭)।

মঙ্গলবার ১টার দিকে এই বিস্ফোরণে ঘটনা ঘটে। দগ্ধদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা আরিফুল ইসলাস নামের এক ব্যক্তি বলেন, “দিলু রোডের ইনসাম হাসপাতাল সংলগ্ন বিনোদের সেলুনের সামনে ওয়াসা কাজ চলছিলো। আমার ধারণা, ওয়াসার কাজের জন্য দোকানের সামনে কোন গ্যাস পাইপ লাইন লিকেজ হয়ে ওই সেলুনের ভিতরও গ্যাস ছড়িয়ে পড়ে। পরে রাতে যখন কাজ শেষে তারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলো তখন মশার কয়েল ধরাতে গিয়ে বিস্ফোরণ হয়। এতে সেলুনের ভিতরে থাকা ওই ৩ কর্মচারী দগ্ধ হয়।

ঢামেক বার্ণ ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, সোহেলের ১৮, সৈকতের ১৫ ও নয়নের শরীরের ১৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি রাখে চিকিৎসা দেয়া হচ্ছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ১৩, ২০১৭ ১০:২৮ পূর্বাহ্ণ