১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৬

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার সকাল ৬টা থেকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছেন ঘাট কর্তৃপক্ষ।

ফেরি চলাচল বন্ধ থাকায় নৈশ কোচ, কাঁচামালের গাড়িসহ দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ি ফেরিঘাটের ঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন সাংবাদিকদের জানান, ফেরি চলাচল বিঘ্ন হওয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্স, জরুরি ওষুধ, কুরিয়ার সার্ভিসের গাড়ি এবং ঢাকামুখী ট্রাকসহ অসংখ্য যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

প্রকাশ :ডিসেম্বর ১৩, ২০১৭ ১০:০২ পূর্বাহ্ণ