১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৬

গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

গাজায় ইসরায়েলের বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে ইসরায়েলের সেনাবাহিনী কোনো মন্তব্য করতে রাজী হয়নি।

শুক্রবার ইসরায়েলে রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাপন্থিরা।ইসরায়েল অবশ্য আয়রন ডোম ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার মাধ্যমে ওই রকেটগুলো ধ্বংস করে দেয়। এর কিছুক্ষণের মধ্যে গাজায় হামাসের ঘাঁটি লক্ষ্য করে ট্যাংক ও বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত দুজন ইসলামিক সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের সদস্য। ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হামলার খবর অস্বীকার করে ।

গত সপ্তাহে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিবাদে বৃহস্পতিবার থেকে বিক্ষোভ করছে ফিলিস্তিনিরা। এসব বিক্ষোভে গত কয়েকদিনে শতাধিক বিক্ষোভকারী আহত হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ১২, ২০১৭ ৯:০৫ অপরাহ্ণ