২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৪৪

গেইল তাণ্ডবে ঢাকার সামনে রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক:

বিপিএলের হাইভোল্টেজ ফাইনালেও ঝড়ো সেঞ্চুরি হাঁকালেন ‘ক্যারিবীয় ব্যাটিং দানব’ ক্রিস গেইল। তার বিস্ফোরক ইনিংসে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোরে চোখ রাখছে রংপুর রাইডার্স। ৫৭ বল মোকাবেলায় শতক পূরণ করেন গেইল। তাতে ছিল ৪টি চার ও ১১টি ছক্কার মার। এবারের আসরে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। সব মিলিয়ে পঞ্চম।

আগের ম্যাচে জ্বলে উঠতে না পারা গেইল ফাইনালের মঞ্চে ঠিকই স্বরুপে ফিরেছেন। ৩৩ বলে হাফসেঞ্চুরি আর ৫৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ক্যারিবিয় এই ব্যাটিং দানব। চলতি আসরে এটি গেইলের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে এলিমিনেটরে খুলনার বিকক্ষে অপরাজিত সেঞ্চুরি করে দলকে ফাইনালের পথে নিয়ে আসেন এই মারকুটে ব্যাটসম্যান।১৪৬ রানে অপরাজিত থাকেন গেইল। ঢাকা ডায়নামাইটসের সামনে লক্ষ্য ২০৭ রানের লক্ষ্য দিয়েছেন রংপুর রাইডার্স।

রংপুর রাইডার্স উইনিং কম্বিনেশন ভাঙেনি। ঢাকা ডায়নামাইটস একটি পরিবর্তন এনেছে। বিপিএল ফাইনালের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে তারা।

ঢাকা ডাইনামাইটসের আগের ম্যাচেও ছিলেন না মোহাম্মদ আমির। পাকিস্তানী এই পেসার খেলছেন না ফাইনালেও। মোহাম্মদ সাদ্দামের বদলে পেস আক্রমণে খালিদ আহমেদকে নিয়েছে ঢাকা।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ডিসেম্বর ১২, ২০১৭ ৭:৪৫ অপরাহ্ণ