২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৪৬

৪০ হাজার পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর তুরাগ থানার দক্ষিণ রাজাবাড়ী এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ মো. বেলাল উদ্দিন (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২। সোমবার ভোর রাতে দক্ষিণ রাজাবাড়ীর বি ব্লকের ৫ নম্বর রোডের ২ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর বাড়ির ২য় তলা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়র এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে যে, কয়েকজন মাদক ব্যবসায়ী টেকনাফ থেকে মাদক সংগ্রহের পর বিভিন্ন কৌশলে এনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছে। এ প্রেক্ষিতে দক্ষিণ রাজাবাড়ীর ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ২য় তলার বাসার খাটের নিচ থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বেলালকে হাতে-নাতে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে বেলাল জানিয়েছে, চট্টগ্রাম এলাকার জনৈক এক ব্যক্তি মিয়ানমার থেকে বিভিন্ন কসমেটিক্স, শাড়ী-কাপড় ইত্যাদির আমদানির আড়ালে ইয়াবা আমদানি ও বিভিন্ন সোর্সের মাধ্যমে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা বিপনন করে আসছে। বেলাল উক্ত ইয়াবার চালানটি চট্টগ্রাম থেকে পরিবহনের সীটে বিশেষ পদ্ধতিতে ঢাকায় নিয়ে আসে। সে র্দীঘদিন ধরে বিভিন্ন ধাপে ধাপে চট্টগ্রাম, কক্সবাজারের টেকনাফ থেকে বিপুল পরিমান ইয়াবার চালান বিভিন্ন গণপরিবহনের বডির ভিতরে গোপন স্থানে লকিয়ে রাজধানীসহ বগুড়া, নাটোর এলাকায় নিয়ে আসে।

বেলাল রাজধানীর অন্যতম একজন মাদক ব্যবসায়ী। তার নামে রাজধানীর লালবাগ থানাসহ একাধিক থানায় মামলা রয়েছে।

দৈনিক দেশজনতা/এন আর  

প্রকাশ :ডিসেম্বর ১১, ২০১৭ ৭:১৬ অপরাহ্ণ