২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৪৬

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন: নীল দলের বিপুল জয়

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের নীল দল সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫ পদের ১৪টিতে জয়ী হয়েছে। সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এএসএম মাকসুদ কামাল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গত কমিটির সহ-সভাপতি ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামকে। বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সাদা দল কার্যকরী পরিষদের একটি মাত্র সদস্য পদে জয় পেয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। গণনার পর বিকালে বিশ্ববিদ্যালয় ক্লাবে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চৌধুরী। মাকসুদ কামাল মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষ ও আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন। শিবলী রুবাইয়াতুল ইসলাম ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও সিনেট সদস্য।
বিএনপি সমর্থক সাদা প্যানেলের সভাপতি প্রার্থী ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান।
 দৈনিক দেশজনতা/এন আর  
প্রকাশ :ডিসেম্বর ১১, ২০১৭ ৬:৪০ অপরাহ্ণ