১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৭

ইয়াবাসহ দম্পতিকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

শুক্রবার টাঙ্গাইলের ঘাটাইলে অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার উত্তরপাড়া গ্রামে এ অভিযান চালানো হয় বলে জানান ঘাটাইল থানার ওসি মো. কামাল হোসেন ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উত্তর পাড়ার পলাশ (২৮) ও তার স্ত্রী মুক্তা (২২)।

ওসি কামাল বলেন, “পলাশ ও তার স্ত্রী মুক্তা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিল। “গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার তাদের বাড়িতে অভিযানে যায় পুলিশ। এ সময় ১১২০ টি ইয়াবা, মাদক বিক্রির নগদ সাড়ে তিন হাজার টাকা ও ১০টি মোবাইল ফোনসহ তাদের গ্রেপ্তার করা হয় ।”

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :মে ১৯, ২০১৭ ৭:৪৮ অপরাহ্ণ