১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০১

স্বরূপে মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক:(ঢাকা,১৯মে)

এবারের আইপিএলে মাত্র একটি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। ১১ এপ্রিল বাংলাদেশ থেকে ভারতে পৌঁছেই পরদিন মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে ম্যাচ খেলেছিলেন মোস্তাফিজ। পরের আর কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি বাঁ-হাতি পেসার। তাকে একাদশের বাইরে রাখায় এদেশের ক্রীড়ামোদী দর্শকরা হতাশ।

চলতি ত্রিদেশীয় সিরিজে গত দুই ম্যাচ ধরেই দারুণ বল করছেন কাটার  মাস্টার। আজ নিজের প্রথম ওভারেই মেডেন উইকেট নেওয়ার পর ২৮তম ওভারের তৃতীয় বলে বিপজ্জনক নেইল ওব্রেইনকে ফিরিয়ে শিকার করলেন দ্বিতীয় উইকেট।

এরপর ৩২.৪ ওভারে মোস্তাফিজের বলে মোসাদ্দেকের অসাধারণ এক ক্যাচে পতন ঘটে আয়ারল্যান্ডের আরেক উইকেটের। ৩৩.১ ওভারে আবারো সফল হন মোস্তাফিজ।

পুরো ইনিংসে মুস্তাফিজের  কোনো ওভারই সাচ্ছন্দ্যে খেলতে পারেননি আইরিশরা। মুস্তাফিজুর রহমানের এই জাদুকরী বোলিং দেখার জন্যই বসে থাকে ক্রিকেট বিশ্ব।

দৈনিক দেশজনতা/এন আর/সময়:১৯:৩২

প্রকাশ :মে ১৯, ২০১৭ ৭:৩৩ অপরাহ্ণ