নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ফেঞ্চুগঞ্জে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে (ওয়াপদা) আগুন লাগার খবর পাওয়া গেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্ব কচুয়াবহর এলাকার ১৩০/১৩২ কেবি পাওয়ার ট্রান্সমিটার কেন্দ্রে আগুন লাগে। পরে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের পাশাপাশি সিলেট থেকে যাওয়া ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রের (ওয়াপদা) ইনচার্জ নিক্সন চন্দ্র দাস জানান, সকালে পাওয়ার ট্রান্সমিটারে ধোঁয়ার কুণ্ডলী দেখে কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু ফেঞ্চুগঞ্জ ফায়ার স্টেশন, সার কারখানা ফায়ার স্টেশন দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি অনুমান করছেন যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগতে পারে। বিস্তারিত তদন্তের মাধ্যমে জানা যাবে। নিক্সন চন্দ্র দাস আরো জানান, আগুন লাগার পর এলাকায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস জানান, উপকেন্দ্রে আগুন লাগায় সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও কুমিল্লার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বেশ কিছু এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে। তিনি আরো জানান, যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
দৈনিক দেশজনতা /এমএইচ