নিজস্ব প্রতিবেদক:
শিশুকে ধর্ষণ মামলায় সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের নেতা মলয় চন্দকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টায় তাকে আদালতে পাঠানো হয়। মলয় চন্দ জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং ধোপাখালি এলাকার মনিন্দ্র চন্দ্র’র ছেলে।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় কীর্তন দেখতে মাসতুরা মশ্বির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুটি তার সহপাঠীর বাড়ি সুনামগঞ্জ শহরের ধোপাখালি যায়। রাত ৯টার দিকে শিশুটির সহপাঠীর বাবা ও মা শিশু দু’টিকে বাসায় রেখে পাড়ায় কীর্তন দেখতে যান। এ সুযোগে রাত সাড়ে ৯টার দিকে ওই বাসায় মলয় কৌশলে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়।
এ সময় ধর্ষণের শিকার শিশু ও তার সহপাঠীর চিকৎকার শুনে বাবা ও মাসহ প্রতিবেশীরা ময়লকে আটক করেন। পরে সুনামগঞ্জ সদর থানায় খবর দিলে পুলিশ ময়লকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা মলয়কে আসামি করে রাতেই মামলা দায়ের করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় মলয়কে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মলয়ের বিরুদ্ধে এ ধরনের আরো একাধিক অভিযোগও রয়েছে বলেও ওসি জানান।
দৈনিক দেশজনতা /এমএইচ