ক্রীড়া প্রতিবেদক :
টসে জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাটিংয়ে পাঠান রংপুর রাইডার্সকে। আজ যে দল জিতবে তারাই এবারের বিপিএল-এর ফাইনালে খেলবে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। কুমিল্লাকে হারিয়ে ঢাকা ফাইনাল নিশ্চিত করে। আর খুলনাকে বিদায় করে ফাইনালের খেলার আশা বাঁচিয়ে রাখে রংপুর।
দুই দল এর আগে দুবার মুখোমুখি হয়েছিল। দুবারই জিতেছিল তামিমের কুমিল্লা। আজ বড় মঞ্চে একই পারফরম্যান্স ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার। অন্যদিকে মাশরাফির রংপুর হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি বিপিএল শেষটা রাঙাতে পারবে কী?
দুই দলের মধ্যে যে জিতবে তারা ঢাকার বিপক্ষে খেলবে বিপিএল ফাইনাল। আগামী ১২ ডিসেম্বর মিরপুরে বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে।
রংপুর রাইডার্স : ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, সোহাগ গাজী, মোহাম্মদ মিথুন, রবি বোপারা, নাহিদুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, জনাথন চার্লস, নাজমুল ইসলাম অপু, ইসরু উদানা ও রুবেল হোসেন।
লাসিথ মালিঙ্গার পরিবর্তে দলে এসেছেন ইসরু উদানা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : তামিম ইকবাল, লিটন কুমার দাস, জস বাটলার, ইমরুল কায়েস, মারলন স্যামুয়েলস, শোয়েব মালিক, গ্রেম ক্রেমার, মোহাম্মদ সাইফ উদ্দিন, হাসান আলী, মেহেদী হাসান ও আল-আমিন হোসেন। কুমিল্লা দলেও এসেছে একটি পরিবর্তন। ডোয়াইন ব্রাভোর পরিবর্তে দলে এসেছেন ক্রেম ক্রেমার।
দৈনিক দেশজনতা /এন আর