১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩০

ফিলিস্তিনে আবারো সংঘর্ষ আহত ৮০

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম) শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব। বিক্ষোভে উত্তাল গোটা ফিলিস্তিনি। শনিবার অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৮০ ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জেরুজালেম বা আল-কুদস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিবাদ জানানোর সময় এসব সংঘর্ষ হয়।

রবিবার ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডেতে এ খবর প্রকাশ করা হয়েছে।

আল-কুদস শহরে মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদ অবস্থিত। মানবতার মুক্তির দূত বিশ্বনবী (সা.) মে’রাজের রাতে মসজিদুল হারাম থেকে এই মসজিদুল আকসা হয়ে উর্ধ্বাকাশে গমন করেছিলেন। এ কারণে বিশ্বের মুসলমানরা ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে সোচ্চারা হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার প্রতিবাদে শনিবার আল-কুদস শহরের ফিলিস্তিনি অধিবাসীরা মসজিদুল আকসার দিকে যাওয়ার চেষ্টা করলে ইহুদিবাদী সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

এ সময় কুদস দখলদার ইসরাইলি সেনারা ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য ও ফাতাহ আন্দোলনের নেতা জিহাদ আবু জানিদকে জেরুজালেম শহরের সালাহউদ্দিন সড়ক থেকে আটক করে।

এদিকে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাওয়ার জন্য ফিলিস্তিনি জনগণসহ গোটা মুসলিম উম্মাহ’র প্রতি আহবান জানিয়েছে।

সারা বিশ্বের প্রতিবাদ উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জেরুজালেম আল-কুদসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তিনি মার্কিন দূতাবাসকে তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা হবে বলেও ঘোষণা দিয়েছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ১০, ২০১৭ ৬:৪৩ অপরাহ্ণ