১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:৩৭

দুই দিনের রিমান্ডে সাবেক ফুটবলার আমিনুল

স্পোর্টস ডেস্ক:

রাজধানীর শাহবাগ থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের বিরুদ্ধে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মহানগর হাকিম মাহমুদুল হাসান এ আদেশ দেন। গত বুধবার শাহবাগ থানার মামলায় পুলিশ সাবেক ফুটবলার আমিনুল হককে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে নাশকতার মামলায় হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে।

আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আজ রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন। শুনানি শেষে বিচারক দুদিনের রিমান্ডের আদেশ দেন।
গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও রাস্তা অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে বঙ্গবাজারের সামনে থেকে আমিনুলকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে শাহবাগ থানায় নেওয়া হয়।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়ার সময় বিএনপির অন্য নেতাদের মতো সেখানে উপস্থিত ছিলেন আমিনুল।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কের দায়িত্বও পালন করেন তিনি। ২০১০ সালের দিকে ফুটবলকে বিদায় জানান আমিনুল। অবসরের পর আমিনুল বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন। সর্বশেষ ঘোষিত বিএনপির কেন্দ্রীয় কমিটিতে তিনি ক্রীড়াবিষয়ক সম্পাদক হন।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

 

প্রকাশ :ডিসেম্বর ১০, ২০১৭ ৫:২৬ অপরাহ্ণ