২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৪

৩৫ হাজার প্রতিষ্ঠান পাচ্ছে ভ্যাট অনার কার্ড : এনবিআর

নিজস্ব প্রতিবেদক:

আজ রোববার সারাদেশে জাতীয় ভ্যাট দিবস পালন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট দিবস উপলক্ষে বরাবরের মতো এবারো শীর্ষ ভ্যাট দাতা প্রতিষ্ঠানকে পুরস্কার দেবে সংস্থাটি। তবে এবার প্রথমবারের মতো সর্বশেষ অর্থবছরে নিয়মিত ভ্যাট দেয়া ৩৫ হাজার প্রতিষ্ঠানকে ভ্যাট অনার কার্ড নামে বিশেষ সম্মাননা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। জাতীয় ভ্যাট দিবস থেকে শুরু করে পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠানের হাতে সম্মাননা তুলে দেয়া হবে।

ভ্যাট সচেতনা বাড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব নজিবুর রহমান। তিনি বলেন, ১৯৯১ সালে ভ্যাট ব্যবস্থার প্রবর্তনের পর ২০১০ সালে প্রথমবারের মতো ভ্যাট দিবস পালন করা শুরু করে এনবিআর। সুশাসন ও উন্নতর ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করে করদাতাবান্ধব পরিবেশ সৃষ্টি ও রাজস্ব আহরণ বাড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে। ভ্যাট সাধারণ মানুষ প্রদান করলেও ব্যবসায়ী বা প্রতিষ্ঠানগুলো এর ট্রাস্টি হিসেবে কাজ করে। মানুষের কাছ থেকে সংগ্রহ করে সরকারকে পরিশোধকারীদের মধ্য থেকে সেরা প্রতিষ্ঠানকে অনেক আগে থেকেই পুরস্কৃত করছে এনবিআর। তবে এবার নিয়মিত ভ্যাট প্রদানকারী ৩৫ হাজার প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা হিসেবে ভ্যাট অনার কার্ড দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে ভ্যাট আহরণে সহযোগিতা করার জন্য গণমাধ্যমসহ বিভিন্ন পেশাজীবীদেরও বিশেষ সম্মাননা দেবে এনবিআর।

জানা যায়, জাতীয়ভাবে ভ্যাট প্রদানকারী শীর্ষ নয় প্রতিষ্ঠানকে ঢাকায় অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা দেয়া হবে। জেলা পর্যায়ে শীর্ষ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট কমিশনারেট থেকে সম্মাননা দেয়া হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট সংক্রান্ত কোন মামলা না থাকলে সম্মাননা দেবে এনবিআর।

ভ্যাট অনার কার্ড প্রদানের প্রক্রিয়া নিয়ে এনবিআরের সদস্য রেজাউল হাসান বলেন, অনলাইনে নিবন্ধন নেয়া ৬০ হাজার প্রতিষ্ঠান ভ্যাট পরিশোধ করলেও এবার সব প্রতিষ্ঠানকে অনার কার্ড দেয়া হবে না। ২০১৬ সালের জুন থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত সময়ে ১২টি চালানের মাধ্যমে যেসব প্রতিষ্ঠান নিয়মিত ভ্যাট পরিশোধ করেছে তাদের এ অনার কার্ড দেয়া হবে। এবার ৩৫ হাজার প্রতিষ্ঠান এ অনার কার্ড পাচ্ছে উল্লেখ করে সব প্রতিষ্ঠানকে একসঙ্গে না দিয়ে ধীরে ধীরে দেয়া হবে বলে জানান তিনি।

দিবসটি উপলক্ষে ১০ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে বর্ণাঢ্য র‌্যালি, সেমিনার ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সপ্তাহজুড়ে ভ্যাটবিষয়ক নানা অনুষ্ঠান রয়েছে। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এনবিআরের নির্মাণাধীন ভবনে শীর্ষ ভ্যাট দাতাদের সম্মাননা প্রদান করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

উল্লেখ্য, ২০১৬-১৭ অর্থবছর ১ লাখ ৮৫ হজার কোটি টাকার রাজস্বের মধ্যে ভ্যাট খাত থেকে ৬৭ হাজার কোটি আহরণ করেছে এনবিআর। চলতি অর্থবছর ২ লাখ ৪৮ হাজার কোটি টাকার মধ্যে ভ্যাট খাতে ৯১ হাজার কোটি টাকা আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত বছরের প্রথম পাঁচ মাসে রাজস্ব আহরণ লক্ষ্য অনুযায়ী রয়েছে। কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটেছে। ফলে পুরনো আইনেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে এনবিআর। বছরের প্রথম চার মাসে রাজস্ব আহরণে ১৬ দশমিক ৬৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ১০, ২০১৭ ৫:১০ অপরাহ্ণ